শাহীন রেজা

  ২০ ডিসেম্বর, ২০১৯

কবির জন্ম

কবির জন্ম হয়, কবিতারও; আলোর ওষ্ঠ ছুঁয়ে যেমন

প্রতুষ্যের। কবি তো মুয়াজ্জিন; সুবেহ সাদিকের।

তার ডাকে আড়মোড়া ভাঙে সেই সব সশস্ত্র সুন্দর; পৃথিবীর

সব প্রজাপতি, ঝলমল রঙের নূপুর ক্রমাগত ফুলের অধরে।

জোয়ারে শরীর আঁকে ক্ষীণকায়া নদী, ঘাসফুলে মৌমাছি কী

চঞ্চল সভ্যতায় করে পান অস্থি মধুর।

কবিরা জাগ্রত হলে এ পৃথিবী নবীদের, রবিদের এবং অনন্ত

জোছনার। কবির জন্ম সে তো অর্ফিয়াস সুর, নূহের যাত্রা আর

অথৈ প্লাবন।

কবিতা ফসল হলে কবি সে তো নিড়ানির দাস, উজানে সাঁতার

কাটা মনসার হাঁস।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close