রাহমান ওয়াহিদ

  ২০ ডিসেম্বর, ২০১৯

প্রতিশব্দ বিজয়ী মানব

বজ্র সময়ের জরায়ু চিরে চিরে কিছু শব্দ কিশোর

ঢেউ সমুদ্দুরের তোলপাড় তুলেছিল বুকের হাপড়ে।

একটি আগুন মিছিল কি দারুণ ফুলকি ছড়িয়ে

মিশে গ্যালো মেঠো সড়ক হয়ে জন্ম গহ্বরে।

তারপর সেই সব ফুলকি হলো পোড়া বুনো ঘাস

তারপর কুয়াশার মতো দীর্ঘ হলো ঘন দীর্ঘশ্বাস।

তারপর আর কোনো মিছিল এলো না এই ধূসর শহরে

তারপর কোনো নদীও স্থির হলো না ক্লিন্ন নহরে।

আহা! এমন একটি বোশেখও কী নেই, যে আমার

সমস্ত চৈতন্য জুড়ে নাচাবে অসুর দানব

অথবা আমাকেই বানিয়ে দেবে ছায়াবৃক্ষ পাখির

নয়তো দানবেরই প্রতিশব্দ কোনো বিজয়ী মানব?

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close