বকুল আশরাফ

  ২০ ডিসেম্বর, ২০১৯

সন্ধ্যার কাহিনি কাব্য ৪৫

সন্ধ্যা চলে গেলে

আমিও দেহ ছেড়ে বেরিয়ে আসি

শুয়ে থাকে আমার শরীর,

রাত বাড়ে

আমি ঘুরি ঘুটঘুটে অন্ধকারে।

ঝাঁকে ঝাঁকে প্রশ্নরা আমাকে ঘিরে থাকে

ভাবনার বাঁকে

মৃত্যুও জীবনের ভাঁজে; উত্তর খোঁজে।

চল আরো একবার নদীর ধারে হাঁটি

কেঁচো ও দুব্বার সহপাঠী হয়ে

পাঠশালায় বর্ণমালা সাজাই,

অহেতুক সাজি ভরি

তারপর ভোর হতে হতে আসি ফিরে

নিজের ঘরে

আগামী সন্ধ্যার অপেক্ষায়।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close