আইউব সৈয়দ

  ২০ ডিসেম্বর, ২০১৯

মুক্তিযুদ্ধ : ১৯৭১

মুক্তিযুদ্ধ... চৈতন্যের শক্তিতে অভিন্ন

ইশতেহার; যা বধ্যভূমির বর্ণমালা,

মুক্তিপ্রতিম আবেগে কঠিন শপথ

রণাঙ্গনের স্মৃতিতে অসমাপ্ত পালা।

এ ছাড়া গৌরবের পথে সূর্য-আলো

প্রতিবাদের দামামা বাজা লক্ষ প্রাণ,

গ্রেনেডের ক্রোধে গর্জে ওঠা ঘোষণার

গর্ব; অন্যদিকে বিদ্রোহের আহ্বান।

মুক্তিযুদ্ধ... বেয়নেট বিদ্ধ নগ্ন ‘লজ্জা’

বীরাঙ্গনার আগুনে তেজস্বিনী রেশ,

রক্তে লেখা স্বাধীনতায় কবির ছন্দ

মাতৃভূমির সঙ্গে থাকার পরিবেশ।

লাল-সবুজে রাঙা জ্বলজ্বলে প্রজ্ঞায়...

রণজয়ী বীরও...আমার বাংলাদেশ।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close