হাফিজ রশিদ খান

  ২০ ডিসেম্বর, ২০১৯

বিজয়ের কবিতা

বিজয় দিবসের নস্টালজিয়া

বিজয় দিবস মানে প্রখর পেছনে

হৃদয় ও চেতনার গ্রীবা বাড়িয়ে রাখা

প্রাণজাগানো স্বদেশপ্রেমের গানগুলোর ভেতর দিয়ে

আনকোরা স্বপ্নময় পথে যেতে থাকা নতুন প্রজন্ম

বিজয় দিবস ঘামে ভেজা চোয়ালে চোয়ালে নষ্ট

নির্মূলের শুদ্ধ অঙ্গীকার

এই দিবসই আবার স্মরণ করিয়ে দিচ্ছে

ঝোপাচ্ছন্ন সাঁকোর আঁধারে ওত পেতে থাকা

কালের বীভৎস কঙ্কাল : ‘রাজাকার’

ঘরে ঘরে প্রিয়বিয়োগের ক্রোধ

কাজের ভেতর গেরস্তের শোকাচ্ছন্ন মন

বিস্ফোরণ ও ব্রাশফায়ারে শত্রুখতমের উষ্ণ বার্তা

বিজয় দিবস গোপন সামাজিকতায় নেমে পড়া

গেরিলার ক্রোধী রণাঙ্গন...

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close