দ্বীপ সরকার

  ১৩ ডিসেম্বর, ২০১৯

একটা ষোলোই ডিসেম্বরের অপেক্ষায়

একটা ষোলোই ডিসেম্বরের অপেক্ষায় আমার ধূসর গ্রাম,

সোডিয়াম শহর চেয়ে থাকে

আমার চোখ ও চশমা চেয়ে থাকে

মাটির নিকটবর্তী সকল অনুগামী ছায়ারা চেয়ে থাকে

আমি এমন একটা ভোরের অপেক্ষায় থাকি

আমিও ভুলে যাওয়া থেকে প্রাসঙ্গিক হই

এবং ক্রমশ প্রকাশিত হইÑ কুয়াশা কেটে, ধীরে ধীরে

আমি আমার সমস্তকে চিনতে শুরু করি

খুঁটিনাটি দুঃখ, নিথর নদী, বাতাসে লাশের গন্ধ

নারীদের বিধবা হওয়ার নাটকীয় দৃশ্য

শিশুটির কোলশূন্য হওয়ার দৃশ্য

সেই একাত্তরকে আমরা বেমালুম ভুলে যাই

সমূহ ভুলে থাকা ও ভুলে যাওয়া, হাহাকার ও পরাধীনতা

ষোলোই ডিসেম্বর আসলে ঠিকই মনে পড়ে

আমরা ঠিকই জেগে উঠিÑ বিভোর ঘুম থেকে

চেতনা ভাঙেÑ আমরা স্মৃতিসৌধে গিয়ে চোখ মুছি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close