জোবায়ের মিলন

  ১৩ ডিসেম্বর, ২০১৯

আমার বিশ্বজীবন

মাছের, পাখির ডানা শেকলে পড়ে না বাঁধা

দেশ থেকে দেশে ওড়ে মুক্ত পাখার উড়ালে।

ডানা কখনো কখনো আটকা পড়ে থাকে হয়তো,

দৃষ্টিবন্দি করে কিসে! দৃষ্টি চিরমুক্ত চোখ...

আমিও মাছের ডানা পাখির পেখম রূপ

আমারে দিয়েছে মুক্তি জয় বাংলার পতাকা

স্বাধীনতার ভাষণ, বিজয়ের লাল সূর্য।

সমুদ্র দেখিনি আমিÑ মিছিলের, সেøাগানের।

পিতার রক্তাক্ত জামা, বিধবা মায়ের শাড়ি

অ্যাকোরিয়ামের সাদা টোকটা মাছ দেখে আমি

জেনেছি ইতিহাসের, শেকড়ের দুর্দিনের কথা

মিলিয়ে মিলিয়ে দেখে বুঝে নিয়েছি আমার

পাখি জীবনের তথ্য, মাছ জীবনের সাড়।

পূর্বপুরুষের কাছে আমার চিরদিরেন ঋণ।

নমস্য সেই জনেরা, যারা অ্যাকোরিয়ামের দেয়াল

ভেঙে আমাকে দিয়েছে পাখির, মাছের ডানা...

এই যে আমি সাঁতারু, পাড়ি দিচ্ছি ইংলিশ চ্যানেল

এই তো আমার স্বাধীনতা, এই তো আমার মুক্তি

এই তো আমার বিজয়ের বিশ্বজীবন।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close