reporterঅনলাইন ডেস্ক
  ০৬ ডিসেম্বর, ২০১৯

ব্যতিক্রমী ‘জলের গল্প’

গত ১ ডিসেম্বর বাংলাদেশ জাতীয় জাদুঘরের সুফিয়া কামাল মিলনায়তনে প্রকাশনা অনুষ্ঠান হয়ে গেল ‘জলের গল্প : Stories of Water গ্রন্থটির। জলজীবনের সমার্থক। কিন্তু আমরা জানি, ক্রমেই পৃথিবীতে জলসংকট প্রকট হচ্ছে। জলের এই সংকট, নদীভাঙন ও দূষণ, আর্সেনিক, লবণাক্ততা, বন্যা, জলের রাজনীতি নিয়ে পঁচিশজন গল্পকারের দ্বিভাষিক গল্প সংকলন এটি। ডরপ ও অঙ্কুর প্রকাশনী থেকে প্রকাশিত বইটি সম্পাদনা করেছেন কথাসাহিত্যিক নূর কামরুন নাহার। অনুষ্ঠানের উদ্বোধক ইমেরিটাস অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী বলেন, জলের সমস্যা রাজনৈতিক। জলের বিষয়টি আমাদের বিভাজিত করেছে। বর্তমানে দেশে বিভিন্ন নদী শুকিয়ে যাচ্ছে, নদীগুলো মেরে ফেলা হচ্ছে। আমি খুব আনন্দিত এই অনুষ্ঠানে থাকতে পেরে। বইটির গুরুত্ব আরো বেড়ে গেছে, কারণ এতে প্রতিটি গল্পের ইংরেজি অনুবাদ রয়েছে। আমাদের সাহিত্য বিশ্বমানের। অনুবাদের অভাবে তা বিশ্বের কাছে পৌঁছাতে পারিনি। আমি সাধুবাদ জানাই বইটির অনুবাদক ও সম্পাদককে।

ডরপের সিইইউ এ এইচ এম নোমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন- পিকেএসএফ চেয়ারম্যান খলীকুজ্জমান, কবি নূরুল হুদা, প্র্যাকটিক্যাল অ্যাকশন বাংলাদেশের প্রতিনিধি হাসিন জাহান, কথাসাহিত্যিক ঝর্না রহমান, বইটির সম্পাদক নূর কামরুন নাহার, কথাসাহিত্যিক রোকেয়া ইসলাম ও ইলাহীদাদ খান।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close