তাহমিনা বেগম

  ২২ নভেম্বর, ২০১৯

অদেখা ভুবনে

আধো ঘুমে আধো জাগরণ

চমকে চমকে উঠি কী এক শিহরণ

মনে হয় কে যেন বলছে গোপনে

ভীষণ ভালোবাসার অনুরণনে

এসো প্রিয় চলো ভাসি পদ্ম দিঘির জলেÑ

জলকেলী খেলি জড়াজড়ি করে

শামুক যেমন মাংসপি-কে রাখে খোলশে ধরে।

দুপায়ের নূপুরের নিক্কন ধ্বনি

আলোড়ন তোলে বুকের জমিনে

চমকে উঠে বসি সব মায়া সব স্বপ্ন

দমকে দমকে উথলিয়ে ওঠে কান্না

কেন সে এমনি করে আসে স্বপনে

প্রাণ যে মরিয়া যায় জ্বালাময় অস্থিরতায়

প্রিয় তুমি কেন থাকো এমন অদেখা ভুবনে!

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close