আজিজ ইবনে মুসলিম

  ২২ নভেম্বর, ২০১৯

দিনান্তের পাখি

প্রেমের অঘোরে লীন প্রেমিকযুগল

নিঃশব্দ নিশিটা দূরে দিগন্তে বিলীন,

নিটোল যৌবন প্রভা শূন্যে অন্তর্লীন।

ষাটোর্ধেŸর আয়ু টানে অদৃষ্ট ভুখল।

বিগত জৌবন স্রোত প্রতনু কায়াতে,

কেটে গেছে বেমালুম সোনালি স্বপনে

নীরব নির্বিঘেœ ব্যাপ্ত জীবনযাপনে,

বর্ণাঢ্য বহতা সুখে সুদীর্ঘ হায়াতে।

কবিরা মরে না শ্লিষ্ট তিলোত্তমা সুখে,

সুদূর দূরান্তে ভাসে সুর লয় তাল

জগৎ মানসপটে দীপ্তি চিরকাল,

অনুপুঙ্খ অনুপমা ভাবায় ভাবুকে।

সেঁজুতি সন্ধ্যায় উড়ে দিনান্তের পাখি,

না ফেরা বিষণœ ক্লেশে অভিষিক্ত আঁখি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close