উন্মন

  ১৫ নভেম্বর, ২০১৯

জোবায়ের মিলন

পাখির ঠোঁট থেকে খসে পড়ছে যে ধান

সে ধানে অঙ্কুরিত হবে না

কোনো সবুজ পাতা।

পাখিরা ছেড়ে যাচ্ছে শহর, নগর, গ্রাম, গঞ্জÑ

ও-সুশীল চোখ তুমি এত অন্ধ কেন!

নদীরা চলে গেছে সমুদ্রের সব হাতছানি ফেলে

কূলের বধূর স্পর্শ ভুলে জলেরা হয়েছে বালিরোয়া

বুক থেকে ঝরে পড়ছে সমস্ত বোতাম

ও-সভ্য সভ্যতা বোবা হয়ে আছো কেন?

তরুর শাখ থেকে নেমে যাচ্ছে পাতা

ভেঙে পড়ছে ডালপালা

উপড়ে পড়ছে শেকড়-বাকর

কার কাছে গিয়ে পাব সজীব রঙ, সবুজ আঁচলÑ

ও-শুবুদ্ধি বধির হয়ে আছো কার সুবিধায়!

রোদ উবে গেলে কী করে জ্বলবে উনানÑ

আগুন নিভে গেলে আসবে কি

নৃত্যরত সকাল?

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close