তারপর আমি দ্রোহী হয়ে যাই

  ১৫ নভেম্বর, ২০১৯

রেবেকা ইসলাম

বারান্দায় মেলে দেওয়া

ভেজা চুপচুপে শাড়িতে

টপটপ করে গড়িয়ে পড়ছে ভোর,

জংশনে দাঁড়িয়ে আছে নষ্ট ট্রেন

পরের ট্রেন ধরবে বলে অপেক্ষায় থাকে

হাজারো মুখ, হাজারো মূর্তি

ট্রেন দেরি করে তার স্বভাবসুলভ ভঙ্গিতে

তাই থোকা থোকা ভোরের আলো ফেরি করে

বিশাল বিক্রেতা বনে যাই,

সমৃদ্ধ পয়ারে কবিতা লিখে ফেলি

পুরো বটবৃক্ষ ভরিয়ে,

যা তোমার কাছে দুর্বোধ্য, অসহনীয় মনে হয়

তুমি ঘুমালেই তোমার শরীরের ভাঁজ খুলে বসি

তারপর আমি দ্রোহী হয়ে যাই

স্পার্টা নারীর মতো,

মাছের চোখের মতো এক বিকেলে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close