নিঃসঙ্গতা

  ১৫ নভেম্বর, ২০১৯

কাউসার মাহমুদ

সমূহ আকাঙ্খা মøান হয়ে থাকেÑ বিশাখায় বাঁধা ওই নমিত চোখের নিচে। মনে হয়, কি এক অপূর্ব ধূসরতা সমস্ত আক্ষেপ খুলে দিয়েছে; সমস্ত বিহ্বলতা কাটিয়ে উঠেছে এই অতুলিত দৃষ্টিপাত। যেন পুরাকাল ঘেঁষা কোনো শঙ্খকার আহত হচ্ছে। তার ওপর খসে পড়ছে বিষণœ স্মৃতিময়তা। সে জানে, কীভাবে মলিন সন্ধ্যায় তার আঙুলগুলো খুঁটতে খুঁটতে মাটিতে ঢুকে যায়। আর গ্রীবাদেশজুড়ে ছড়িয়ে পড়ে বয়স্ক শূন্যতা।

যেন এই মহাবিশ্বের কোথাও কেউ নেই।

পরিচিত কোনো গন্ধ নেই।

বারবার মানুষের কাছাকাছি যেতে ব্যর্থ হয়েÑ

শুধু এক নয়নাভিরাম আড়ষ্ট পাখির কথা তার মনে পড়ে।

দিনের অন্তভাগে; সকরুণ বিষণœ সংগীত গেয়ে যে চলে গিয়েছিল।

একা, একদম একা।

যেন বহুপুষ্পের গাছটি তার চলে যাওয়া দেখে দেখে, ধীরস্থির বিধবা হয়; আর তার ওপর ছড়িয়ে পড়ে একাকিত্বের মুমূর্ষু গান।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close