জলপাই পাতার মুকুট

  ১৫ নভেম্বর, ২০১৯

ফেরদৌস নাহার

ঠিকানা খুঁজতে গিয়েছিলাম ভূমধ্যসাগর পাড়ে

তোমার কি মনে আছে, পথে পথে গ্রিক কফি

কোলাহলহীন আবর্তে রঙিন মেঘলা চিঠি, কিংবা

দীর্ঘশ্বাসের সঙ্গে জুড়ে দেওয়া দূরপাল্লার ছবি, আজ

মনে কর, মনে কর ভুল করে বাড়াতেই হাত

পৌরাণিক আলো এসে গিলে ফেলে চোখের মণি

এসবই তো সেদিনের কথা! জিউসের জন্মক্ষণে

নেমে আসা শরতের ফিনফিনে কুয়াশা। ভাসিয়েছে

আয়ুষ্মান তরী। এঘাটের কুলে ঠেকে ওঘাটের স্মৃতি

হার্পের নতুন সুরে অলিম্পাস জেগে ওঠে, সম্মোহন

আনন্দে জলপাই পাতার মুকুটে সাজিয়েছ প্রতিকৃতি

তার নামে জাদুকর ঋতু বয়ে যায় দিনান্তের দিকে

হে লক্ষ্যভেদী বর্ণিল তরঙ্গ, শনশন হেমন্ত বাতাসে

ঝরাপাতার গুচ্ছ উড়ালে হারানো নাম ফিরে আসে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close