বীথি রহমান

  ০৮ নভেম্বর, ২০১৯

নষ্ট হবো

চলো এবার তবে নষ্ট হই

জল জোছনার প্রেমতো অনেক হলো

চুলের ঘ্রাণ গিলে গিলে

আর কত দিন প্রেমিক রবে?

এ নগর আমাদের প্রেম বুঝেনি

আমরা বিভোর থেকেছি আঙুলের খাঁজে

অথচ অসভ্য নগর আমাদের প্রেমকে

নগ্ন করেছে পৈশাচিকতায়।

আটাশ বছর পার করে বুঝেছি

পুণ্য-পুজো করে লাভ নেই কোনো

প্রেম আর কাম একই হয়

তারচে চল আমরাও নষ্ট হই

আঙুলের খাঁজ ছেড়ে এসো স্নান করি

কাম মোহনায়

যে নগর জোছনাভোগ বুঝে না

সে নগরে সভ্য থেকে কি লাভ!

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close