শাহীন ভূঁঞা

  ০৮ নভেম্বর, ২০১৯

কার্তিক

রৌদ্র ঝরে পড়ছেÑ এক ঈপ্সিত ঝর্ণাধারার মতো,

চারদিকে রৌদ্র-জ্বলা হীরক খন্ডের মতো আলো

যেন দীপ্ত আলোর অঝোর বৃষ্টি ঝরছে অবিরত

আদিগন্ত আকাশ থেকে। নীলার মতো ঝলমলো

লাল-নীল-হলুদ-কমলার রঙতুলি দিয়ে আঁকা

বিস্তীর্ণ আকাশ থেকে আলো ঝরছে। দূর্বাঘাসে

থেকে থেকে জ্বলে উঠছে আগুনের নীল শিখা।

ঝরে যাচ্ছে কোটি কোটি তারা রাতের আকাশে ।

কার্তিকে অবিরাম আমার ভেতরেও ঝরছে রোদ,

অনাগত আনন্দের দীপ্ত রোদ। আমারও ভেতরে

পৃথিবীর অমোঘ কার্তিকে বয়ে যায় নির্মল নিখুঁত

আবেগের সব স্রোত অনুভূতির অতলান্ত সাগরে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close