ইলা লিপি

  ০১ নভেম্বর, ২০১৯

অনামিকায় হেমন্ত আকাশ

হুইস্কির ছিপি ফেরি করে মদের সংসার

নিঃসঙ্গ চড়–ই উড়ে যায় এপ্রিলে

চোখে তখনও সুগন্ধি কাজলের প্রলেপ!

ঠোঁটের পথে হেঁটে আসা পানপাত্রে

আমার মৃত্যু একটা ডালিম হয়ে ফেটে যাবে

হেমন্ত আকাশেÑ

এই স্বপ্ন দেখার পর দুর্দান্ত ভালো আছি!

শিশিরের কোল ছুঁয়ে ঝরে পড়ে বুকের ওম,

নসিবের দৃশ্যমান বিন্দুতে ভোরের হাওয়ায়

একজোড়া কাঠবেড়ালি আসে

স্বপ্ন দেখার কৌতুকে।

এখনো হেলানো বারান্দায় হিসহিস শব্দে খুলে দিচ্ছে

উত্তরের দোটানা...

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close