প্রতীক ইজাজ

  ০১ নভেম্বর, ২০১৯

এই হেমন্তে

এইবার বুঝি শাড়ির আঁচলে বোনে সোনা ঝরা রং, লালঝুঁঁটি মোরগ নাচে উঠোনে। দূর থিকা ভেসে আসা ঢেঁকির গান, এইবার বুঝি ভাঙে ঘুম ঘুমঘোর সকালের। মানুষ নাচবে, আধভাঙা মানুষ, ত্রিবেণি-সপ্তগ্রাম-গরজরিপারে।

ভাসবে নাও আবার চাঁদ সদাগরের। মনসায় প্রাণহরি চাঁদের ছেলেরা জাগবে ফের, ফের ডাক দেবে কালিদহে।

এই হেমন্তে ঢেঁকিছাঁটা ধান হবে, ধানভানা কুড়া ভাসবে হাওয়ায়। হাওয়ায় হাওয়ায়, হাওয়ায় হাওয়ায়, ফের আসবে দিন, দিন বদলের!

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close