বদরুল হায়দার

  ২৫ অক্টোবর, ২০১৯

দুঃখ বিলাস

শহর প্লাজায় বাস করে দুঃখ বিলাস।

বিনোদনে বাড়তি আবেগে চলে হৃদরোগ। আমি

টকটাইমের আবেগে খুঁজি উপভোগ ।

স্বতঃসিদ্ধ শব্দ দূষণের আয়ু বাড়ে।

ব্যারেলের দামে বেড়েছে হৃদরোগ

তুমি নিরাবেগে টানো দূরত্বের গতিবেগ।

ঘোলাজলে আবেগের না জানা কৌশলে

প্রেমের ভূগোলে হারিয়েছি জাত পরিচয়।

সুনামি সিডর আইলার প্রতিকূলে

হিসাবের ইতিটেনে ভুলি অপচয়।

সুখতারা বাঁধন হারার প্রাণে ধরা দেয়।

তুমি কারাবন্দি ভালোবাসার আঘাতে

মন সংকোচনের নীতি পাঠ করো।

শহর পাড়ায় গড়ে উঠে দীর্ঘ আবাসন।

অ্যাপার্টমেন্ট ফ্যাশনে তুমি শান শওকতে

আবেগবাহিত রোগে শাক দিয়ে মাছ ঢাকো।

হৃদয় ফেয়ারে প্লটবিক্রি হয় ছড়া দামে

আমি স্বপ্নের শহর গড়ি নাগরিক জ্যামে।

বেদনার অভিবাসী মনে প্রেমের জোয়ার নামে

প্রেমিকা অন্তর বিনিয়োগ করো প্রেমে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close