reporterঅনলাইন ডেস্ক
  ১১ অক্টোবর, ২০১৯

রত্না চৌধুরী

বৈরিতায় আমরা

মহাদেশের রকপ্লেটের ঘষায় সৃষ্টি হয় চাপ

প্রচণ্ড ঠোকাঠুকিতে পৃথক হয়

একে অন্যের থেকে, অতঃপর

প্রকৃতির প্রচণ্ড জ্বর কম্পনে

সৃষ্টি হয় পাহাড়-পর্বত!

বৈরিতায় মগ্ন আমার রাজ্য

ঠোকাঠুকি রাজা-প্রজা, সৈন্য-সামন্তে

নোনা রক্তঘামে সিক্ত সংবর্ধনার লাল মখমল!

দশ, পাঁচ, শত শত কোটিতে

রক্ত-মাংস, স্বাস্থ্য, রেটিনা পাচ্ছে রং

আর ঘোলাটে ছানি পড়া চোখে

আমি-আমরা ক্রমশ তলাচ্ছি অন্ধকূপে!

ভূমিকম্প এড়াতে মৃত্তিকা বুকের গভীরে

নিউক্লিয়ার এক্সপ্লোশ ঘটায় ভূ-বিজ্ঞানীরা।

ভবিষ্যৎ প্রলয়ঙ্করী অন্ধত্ব রোধে

আমরা কি পারব বৈরিতার বিরুদ্ধে

নিউক্লিয়ার এক্সপ্লোশ বসাতে?

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close