reporterঅনলাইন ডেস্ক
  ১১ অক্টোবর, ২০১৯

এনাম রাজু

সাধু

তোমার অধীনস্ত হওয়ার সাথেই বিক্রি করেছি মেরুদ-

যখন ঠান্ডায় মরে গেল সমুদ্রের মাছ

বেঁচে রই এই আমি...

আমাকে নিয়ে নতুন খেলায় মেতেছো সাধু!

ঢেকে রাখতে হবে কেন তোমার এলার্জিক ক্ষত?

যেখানে গাছের মতো নীরব সবাই, সাপ বেজিকে বলে কবুল।

আমি বিক্রি করেছি চিহ্বা-কণ্ঠস্বর

তারপর থেকে শুনি না আকাশের চিৎকার

আর প্রাণের ভেতরে বসবাস করা পরাস্ত প্রাণ আমার।

সাধু আমি তোমারই অধিকারে রই...

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close