reporterঅনলাইন ডেস্ক
  ১১ অক্টোবর, ২০১৯

মাহফুজুর রহমান সৌরভ

সুদীর্ঘ চুম্বন

বিনিদ্র মৌনতায় ছুঁয়ে যাই দেহের শিল্পনগরী

ষোলোকলায় পরিপূর্ণ হোক অগোছালো বর্ণমালার

কৃষ্ণপক্ষ রাত

নির্জন কোরাস খুলে অক্ষরগুলো বেরিয়ে যাক

সুর্যের পাঠশালায়

যতিচিহ্নহীন ঘোরলাগা বিনিদ্র রজনি কাটুক

উত্তরাধুনিক বিশ্বায়ন ভোর

অন্তিম রাত ছুঁয়ে যাই পৃথিবী অনুবাদে

আলোরেখার শরীরে শরীরে

আয়ুরেখার সনদ নিয়ে স্বপ্নগুলো দীর্ঘজীবী হোক

আলোর মিছিলে

কয়েক কিসিম রাতের সুদীর্ঘ চুম্বনে

অপেক্ষমাণ যাবতীয় সকল আয়োজন

ফুটে উঠুক ভোরের আলপদ ধরে ধ্রুপদী সুবর্ণরেখা।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close