reporterঅনলাইন ডেস্ক
  ১১ অক্টোবর, ২০১৯

রকিবুল হাসান

অসামান্য তুমি

নিজেকে হারিয়ে কেন নিজেকে চেয়েছো ফেরাতে আবার

সবুজ স্বপ্নের বিস্তীর্ণ জমিন গভীর অপেক্ষায় ছিল তোমার

অবহেলায় ইঁদুরে খেয়েছে স্বপ্নবসতি মৌতাত বুকের ঘ্রাণ

তোমাকে যে গড়াই নদী মুগ্ধতা দেবে বলে ঢেউবতী হতো

তা নগণ্য ভেবে চলে গেছো নির্মোহ নিরস চোখে

পেয়েছো কতটা সুখের গভীর জানো না নিজেও

একদিন যে পুজোর দেবী হয়ে উঠেছিলে তুমি

ভেবেছিলে এ আর তেমন কীÑ

রাজপ্রাসাদের পুজো নেবে বলে পুড়ালে নিজেকে লোভের জিহ্বায়

যে পথ বুকের মমতায় দাঁড়িয়ে থাকতো

তোমার পায়ের শব্দ কখন বৃষ্টি হয়ে ঝরবে মরমী তৃষ্ণায়

কখনো ফেরোনি সে পথে, খুঁজেছো স্বর্ণজড়ানো জীবনপথ

এখন হারানো তুমি, ফেরাতে চেয়েছো নিজেকে অবেলা

মূল্যহীন হয়ে, পথে পথে পড়ে থাকা ঝরাপাতাÑ

বড় বেশি পেতে গিয়ে নিঃস্ব হয়ে গেছো অসামান্য তুমি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close