reporterঅনলাইন ডেস্ক
  ০৪ অক্টোবর, ২০১৯

সৈয়দ আহসান কবীর

যেতে হবে

তেতে ওঠা মাঠ, শুকনো জমিন

গজানো ভুঁঁইফোড়, আগাছাÑ জুনুন,

দেখেবুঝে তাই যেতে হবে ফিরে

যেতে হবে ফিরে;

যেতে হবে ভেবে মনের গভীরে কয়বার খুন

হয়ে যাই আমি। রুয়ে যাই মাটির নিখুঁত বুনুনÑ

সভাসদ, পারিষদÑ সাথে কৃষাণ তুনুন।

দল বেঁধে বেঁধে আসো তাই ভাই

যেতে হবে ফের ফিরে,

যেতে হবে, যেতে হবে-

দূরে বহুদূরে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close