reporterঅনলাইন ডেস্ক
  ০৪ অক্টোবর, ২০১৯

নিজাম বিশ্বাস

হেমিলন হয়ে যাবে

আমরা দুজন নদী বানাতে চেয়েছি

নগরকর্তা বলল, না, হবে মেট্রোরেলÑ

শহরকে করতে চেয়েছি ফড়িংয়ের অভয়ারণ্যÑ

আমরা তো কত কিছুই করতে চাইলাম

আমাদেরই চাইলো না শহর, জেনে রেখো

এ শহরও একদিন হেমিলন হয়ে যাবে

আমরা ফোটাতে চেয়েছি সবচে সুন্দর ফুল

কংক্রিটের দেয়ালে অজস্র চুমুর গ্রাফিতিÑ

আমরা চেয়েছিলাম রাজপথ হোক

প্রেমপত্রের অমর ক্যালিওগ্রাফি;

আমরা তো কত কিছুই করতে চাইলামÑ

চোখে কালো রুমাল বেঁধে খেললাম শুধু

কানামাছি ভোঁ ভোঁ, জেনে রাখো

এই শহর একদিন হেমিলন হয়ে যাবে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close