reporterঅনলাইন ডেস্ক
  ০৪ অক্টোবর, ২০১৯

আবদুর রাজ্জাক

না দেখা অন্ধত্বের কারণে

আমাদের উনুন পাঠ বিষণœ জোছনায় থেমে থাকে না,

চারপাশের ঘুম রমণীরা ওড়াউড়ি করে,

আকাশের স্তব্ধতা ঝরে পড়ে শত শত গুঞ্জন রেখায়,

আমাদের কফি কাপে স্নিগ্ধ সাঁতারে শাদা দুটি হাঁস।

আমার বেড়াল আমাকেই বলে, মেও, অসম দূরত্ব রেখে।

যেন আমি তাদের কেউ না। আমাদের বন্ধুত্বে দূরত্ব

বাড়ে, কিন্তু চিড় ধরে না।

আমাদের সম্পর্ক গাঢ় হতে থাকে, শূন্য অন্ধকার নেমে আসে

পাহাড়ের থেকে, ঘন হয়ে।

শাদা তাঁবুতে আচ্ছন্ন প্রতিটি পাহাড়। দূর থেকে মনে হয়

জোছনা ঝরছে। ঘাসেরা রৌদ্রের দিকে ঠোঁট এগিয়ে দিয়েছে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close