নাগরিক কবিতার লাইব্রেরি

  ২০ সেপ্টেম্বর, ২০১৯

টিপু সুলতান

মগ্ন সুর বারংবার বাঙালি করে।

জন্ম দেয় রচিত ভোরÑ

অরণ্যবীথির বীজফুল

জমে ওঠে একদলা গোস্ত ও রক্তজল

আমি প্রবাহিত হই মার সন্তানে।

পৃষ্ঠা পৃষ্ঠা নিবিড় আলাপনÑ

সবুজ কালিতে লিখে দেয়

দীর্ঘ অভয়ে বাবার সাশ্রয়ী মুখ

এই বৃহস্পতিবার তোমার ছুটি হোক,

দীর্ঘতম নদীর মতো;

আমাদের দলছুট বয়স

আর অনন্য নীরবচারী পায়ে

গ্রাম থেকে শহরে-

পড়তে যাব নাগরিক কবিতার লাইব্রেরি

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close