স্বরচিত বোকা

  ২০ সেপ্টেম্বর, ২০১৯

ইমরান মাহফুজ

হায়, ঘুমঘরে এতো আলো অথচ কিছুই দেখি না!

পাহাড়ের সাথে মেঘের ধাক্কার মতো থমকে আছি

জীবনের নীরবতায় বৃষ্টির প্রার্থনা হাওয়ায় মিলিয়ে যায়।

অধরা থেকে যায় বিজয়ী সন্ধ্যা। বেদনায় কেন চাইলে আসে না মরণ?

ভাবতে ভাবতে ইচ্ছে হলো- আপাতত পরীক্ষামূলক মরে যেতে।

না, ছায়াছবির মতো অস্থায়ী মরণ অসম্ভব। কৈ মাছের জীবন জিইয়ে থাকে।

আচ্ছা, নিজে নিজে মরে কী লাভ, একদিন তো নির্মাতা নিজেই মারবেন।

কবে আসবে আসমানের আল্লাহ! জানিয়ে আসলে খুশিতে চলে যাবো।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close