গলিটা এখন

  ২০ সেপ্টেম্বর, ২০১৯

প্রত্যয় হামিদ

অটোরিকশার চাকা থেমে গেলে গলিটার মাথায়

গলি জুড়ে নেমে আসে ফুল ছড়ানো বাসরপ্রহর!

তোমার সাথে তখন কানামাছি সময়-

এখানে এই যে আজকের পুঁই-ডাল, ছোটমাছ ভাত

পেরিয়ে আধখাওয়া চায়ের কাপ;

সেটা হাতে নিয়ে, ঠোঁটে ছুঁয়ে ঠিক তোমার ঠোঁট

এঘর ওঘর অন্যরকম ঘোরাঘুরি।

মনখারাপ করা কাজ আর অফিসের বস্

হঠাৎই হাসিমুখ হয়ে যায়,

টেবিলভর্তি ফাইলগুলো সব টবে সাজানো

কাঁচা কাঁচা ফুল!

সারা দিন যে কথাগুলো

দুমড়ে-মুচড়ে পড়েছিল ভ্যানিটি ব্যাগেÑ

তারা নাচানাচি করে

এ দেয়ালে ও দেয়ালে রং লাগাতে লাগাতে

রং লাগাতে লাগাতে

উড়তে উড়তে

চলতে চলতে

মিশে যায় ঠোঁটের ভাঁজে...

কত দিন এ গলির মাথায় অটো থামে না

কত দিন পুষ্পশয্যা পাতে না

ক্রমশ সরু হতে থাকা গলিটা!

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close