সানাউল্লাহ সাগর

  ০৬ সেপ্টেম্বর, ২০১৯

বৃত্তের টোল

একশো পাঁচটা আকাশ বিক্রির পর

ক্রেতাদের মনে হলোÑ এবার কিছু

মেঘ কেনা দরকার। তারপর থেকেÑ

আমরা ছুটছি কফিনের পিছু পিছু।

রোদ্দুরপাড়া থেকে বিস্তর ঘোড়া কিনে

বিকালামÑ নিলামের পোশাকশিল্প,

আদুরে বেহাগে জ্বলে যাচ্ছে কেউ, কেন

জানে নাÑ শেষ বউ রাতের বিকল্প।

মুছে গেছে বাউলের পণÑ বিকাচ্ছে

জমা জল থেকে রেখে যাওয়া সমুদ্র

বোধের শিরায় উঠতি বিসুখ আর

পতিত সুদের জাল; পরস্পর ক্ষুদ্র।

হাট রোগে ব্যাগ ভর্তি হচ্ছে সানাই

শোক চাষে পাহাড় বিন্ন্যাসে কিছু নাই!

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close