আশিক সালাম

  ০৬ সেপ্টেম্বর, ২০১৯

ব্যাকুল প্রার্থনা

তুমি ছাড়া আমি বড় একা হয়ে যাই

নিভে যায় ভোরফোটা রোদের গোলাপ

মুছে যায় পাতা থেকে জোছনাভেজা বৃষ্টির সৌরভ

বাতাসে ছিটিয়ে কনকনে হিমকণা

ধেয়ে আসে হাড়কাঁপা মাঘের প্রবাহ

সমস্ত আকাশজুড়ে ভিড় করে মন-খারাপের মেঘ

দ্যুতিহীন চোখে ওড়ে কুয়াশার ধুলো

দরিদ্র উঠোনে হাসে ঝরাপাতা নিথর বসন্ত

স্মৃতির জানালা খোলে জোনাকির কান্না

বিরহী-কাজরি গাই বসন্ত-বাউরি

‘বউ-কথা-কও’Ñতার স্বরে ডাক পাড়ি

স্তব্ধতার বুক চিরে নির্জন পাপিয়া

ব্যাকুল প্রার্থনাসহ সমুদ্র-সকাশে

বিষণœ মেরুন একা আমি

নির্জন সৈকতে

ব্ল্যাকবক্সে নাভিশ্বাস বিধ্বস্ত বিমান

ইথারে-বেতারে ‘বুম’ সংকেত পাঠাই

এসো প্রিয় পরিত্রাণ উষ্ণ করতলে

দীর্ঘ নিবিড় শুশ্রƒষা।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close