সালমান সাদ

  ৩০ আগস্ট, ২০১৯

অসুস্থ বর্ষার প্রস্তাবে

আমি তো বৃষ্টি ডাকিনি

বরং বৃষ্টি আমায়

বলেছে আয় আয়

মিথ্যে মেঘের ডাকে

আর কত কতবার

সাড়া দেওয়া, হায়

কাগজের নৌকায়

বন্ধুরা ভেসে যায়

দেখি তারা হাসে করুণায়

নোংরা বানের জল

প্রেমে কামে অসফল

ভিজতেছি একা অসহায়

এমন তো ঘোরের দিনে

এক সুখ পাখি কিনে

ডাকছে না কেউ কেন তার জানালায়

কতটা অসুখ হলে

অবহেলা জমে জমে

কতটা আগুন তার; জলÑ কে পোড়ায়।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close