আনোয়ার রশীদ সাগর

  ৩০ আগস্ট, ২০১৯

শরৎ

স্বপ্নে বিভোর শরতের রাত, জোছনা ভাঙে বুকের পাঁজর;

নীরবতা ভেঙে অভিসারী হয় কাক্সিক্ষত বাতাস।

ছুঁঁয়ে ছুঁঁয়ে রংধনু কুঠিরে আবেশী শ্রাবণী ধারা,

সীমারেখা এঁকে ভেঙে দেয় পাখির পালক।

জল ভালোবাসায় সুদূর অতীত চাহনি,

কৈশোরের ভাঁজে ভাঁজে কিশোরী মুখ,

চাঁদনী রাতে নিদ্রাদেবী খেলে পলানটুক।

শ্বেত সাম্পানে হেঁটে যায় স্কুলের পথে,

স্মৃতির রথে চলি আমি জোছনা এ রাতে,

আকাশ চাঁদরে নিঃশব্দ কষ্টধ্বনি।

বেহালা সুরে অভিমানগুলো শব্দ বুননে

নেমেছে আঁধারের ঠিকানায়, হেঁটেছে অবিরাম;

স্মৃতির ক্যানভাস এঁকে চলেছে, শূন্যের পাতায়

শঙ্খচিলের পালক ভাঙা শিশিরে শরতের খাতায়।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close