আহমেদ তানভীর

  ৩০ আগস্ট, ২০১৯

শ্রাবণে চৈত্রপ্লাবন

খরায় খরায় ধরায় নেমেছে অবাক আগুন, শ্রাবণে চৈত্রপ্লাবন!

বাবুই, তুমি আমার কান্না শুনেছো একবার; মনে আছে?

কান্নার জলেও খরা থাকে, দৃশ্যমান সাগরে অদৃশ্য সাহারা।

তোমাকে যেতে বলিনি, আলিঙ্গনে আরো কিছুটা নিঃশ্বাস চেয়েছি;

ভালোবাসা দিয়ে খরার বুকে বৃষ্টি নামাবো, নাচাবো অনাবাদী মাঠ।

ফসলের গোলায় রাশি রাশি শস্যদানার সাথে কাটাবো আটটি প্রহর,

গোলায় গোলায় ফসলের আলিঙ্গনে নিদগহনে যাবে আমাদের প্রেম।

এসো, আগুনে ফাগুনে শ্রাবণকাননে প্লাবন নামাই ভালোবেসে হেসে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close