সোহরাব পাশা

  ৩০ আগস্ট, ২০১৯

এক শরৎ ভোরবেলা

ভোরবেলা বকুল তলায়

পড়েছিল তোমার হাসির ছায়া

তোমার হয়নি কোনো ভুল

হৃদয়ে কুয়াশা জড়িয়ে ধরে পা মুগ্ধতা ফেরেনি

শুধু মনে পড়ে শরতের সেই ভোরে

একটি অশেষ গল্প লিখে ছিল কেউ

মাঝরাতে জোছনায় ভিজে যায় মন

জীবন তো এমনই অকারণ শিশিরের জলে

ছোট ছোট গল্প আর হারানো কবিতা

লেখে নির্জন সময়

সে গল্প কবিতা আলো-ছায়ার নিভৃতি খোঁজে শুধু

গুচ্ছ গুচ্ছ শাদা-কালো মেঘের আড়ালে,

মাঝরাতে কাশফুল জোছনায় চোখ ভিজে যায়।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close