পলিয়ার ওয়াহিদ

  ০৯ আগস্ট, ২০১৯

সমধিকারের জল

মেয়েলি শরীর আমাকে যথেষ্ট দিয়েছে জ্ঞানের ফল

আমিও দিয়েছি তোমারে মানবী ওহো আমূল বোঁটা

যতবার চেয়েছেন আপনি সমধিকারের জল

গুনে এবং গুণে সঁপে দিছি মানবিক লোটা

অনেক তো হলো কন্যাÑ

এবার আসুন পান করি চুম্বনের ঢল

আমরা বুনবো সখি নরকেও প্রেমের বাগান

নিজেকে খেলনা ভেবে আর কত হাওয়া?

রয়ে যাবে উপসী সাপের মতো ভূখা

রসালো মনন গড়োÑ না হলে সকলি ছোট

ভুলভাল মতবাদে কেন পিছু পিছু ছোটো?

এত যে রচিত হলো পৃথিবী ব্যাপীয়া খোদা

আসুন প্রেমিকা আর যত আছেন বোনেরা

মিলেমিশে গড়ে তুলি প্রেমের প্রাসাদ!

জানি শান্তি সইবে না কপালে তোমার

আমিও নরকের মালিক অবাধ্য সীমার!

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close