সলিচিউড

  ১২ জুলাই, ২০১৯

সোনালী চক্রবর্তী

বিষণ্ণতা আমি দুর্দম ভালোবাসি। জানি সর্প কুটিরে মুঠি ভরলে উঠে আসে নীল অলংকার, তাই কি অজস্র বীণ দিয়ে এই ঘর দুয়ার মোহ মুদগারে ঢাকি? আমায় যোগিনী জানো, ঔদাসীন্য এই পৃথিবীরও কিছু কম দেখিনি। আমার বিষাদবাহী সমনামি কিছু নদী আছে। প্রতি অভিমানের পর নিস্তরঙ্গে ডুব দিয়ে আসি। আমার যুদ্ধে বিশেষ কোনো প্রতিপক্ষ থাকে না যেহেতু আত্মধ্বংসী প্রলাপে শকটের গতি মাপি। অন্ধকারের গানগুলি অন্তর্গত বৃষ্টির পথরোধ করে দাঁড়ায় আর আমি মায়ায় ভিজে যেতে দেখি মৃত লণ্ঠনের আলো সমুদয়। বন্দর, কবে বুঝবে তুমি, কোনো মাটিতেই নেই আমার পোতাশ্রয়।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close