ম্যাজিক রিয়েলিজম

  ১২ জুলাই, ২০১৯

ফেরদৌস নাহার

১.

মানুষের শহরে গিয়ে পাখিদের বিক্রি করি

সব ভালোবাসা নিয়ে পাশ ফিরে আবার ঘুমাই

মৃদু ঘুম পাখিদের ডানায় আঁকা অব্যক্ত ভ্রমণ

এক একটি গ্রন্থ হয়ে শুয়ে থাকে সিথানে এখন

২.

একদিন ক্লেদজ কুসুমের পাতা উল্টাতে বোদলেয়ার

দাঁড়ায় এসে। বুঝে যাই শব্দ নিঃশ্বাসের প্রান্তে আছে

কালো ধোঁয়ার বিষাক্ত লবণ। না বোঝা ঈশ্বর জানায়

ন্যুব্জ হয়ে আসা সান্নিধ্যের আত্মহত্যাই শেষ উচ্চারণ

৩.

বলে যাই, হে অকাল পীড়িত মুখোচ্ছবি শুনে যাও

তোমার চন্দ্রবিন্দু আঁকা চোখ ভেঙেছে যথার্থ শোক

কত দিন নিঃশব্দে সাঁতার কাটছে জগতের দুঃখী ক্রোধ

এবং গভীর কণ্ঠে গান গাওয়া ম্যাজিক রিয়েলিজম।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close