নিজাম বিশ্বাস

  ২৮ জুন, ২০১৯

গল্প

পাখিটারে আর কত আহত করবে, পাখি

সে তোমায় জেনে বিসর্জন দিয়েছে ডানা

তারও নীড় ছিল, জোড় ছিল;

বন থেকে বনে উড়ে গাইতো গান

তারে ডেকে এনেছো ঝড়ের দিনে,

চুমোর ছোঁয়ায় কেটে নিয়েছো ডানাÑ

এমন উত্তাল বাতাসের দিনে যেও না

পাখিটা গাইতে চায় সেই গান

ঝিঁঝির পাখনা বাজে যখন একস্টিকের মতো

কেন তুমি থামালে ঝিঁঝির কোরাস

যখন শব্দরা বন থেকে উধাও

মানুষের হাসি হয়ে গেছে পাথরের

ডানাহীন পাখিটারে আর কত অনিশ্চিত সন্ধ্যায়

নিশাচর চোখের সামনে

শিকারির ক্ষুরধার নখের নিচে রেখে উড়ে যাবেÑ

তুমি জানো না তার বেদনা,

এক বন ছিল, ফুলে ফুলে সেজেছিল ফাগুনে

রঙিন মথের পাখনায় ভর করেছিল সোনাব্যাঙ

তারা ফুল থেকে ফুলে উড়ে

জলের ওপরে শাপলা পাতার কোলে

ঘুমিয়েছিল রাতের পরে রাত

পাখিটারে আর কত আহত করবে, পাখি

সে তোমায় জেনে ভুলে গেছে সব গল্প রচিত মানুষের।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close