আমিনুল ইসলাম সেলিম

  ২৮ জুন, ২০১৯

ছুঁয়ে দেওয়ার অপরাধে

তুমি ক্রমশই অন্ধকার হয়ে আসছো

দীর্ঘায়ু বিষণœতায়

তোমাকে ছেয়ে ফেলছে অক্ষমতায়

পল্লবঘন বৃক্ষটির দূরাগত ছায়া

তুমি ঝিমিয়ে পড়ছো টবে সাজানো

মৃত্যুমুখী চারাটির মতো

সকাল দেখতে তোমার দেরি হয়ে যাচ্ছে

দুপুর দৌড়ে পালাচ্ছে সন্ধ্যার

প্রশস্ত খোয়াড়ে

তোমার নীল দুটি চোখ অনবরত

প্রসব করছে অন্ধকারের গলিত লাভা

তুমি ভেঙে পড়ছো

তুমি হাঁটতে পারছো না

গান গাইতে পারছো না

পঁচিশ বছর আগের শিশুটির মতো

তোমাকে অভিশাপ!

অব্যবহৃত তৈজষের মতো তুমি

মাটির গহ্বরে নিখোঁজ হবে

তুমি আর প্রমাণযোগ্য কিচ্ছুটি

থাকবে না

তোমাকে কেউ জানবে না

তোমার অস্তিত্ব নিয়ে কেউ

কোনো দিন অহংকার করবে না

কেউ স্মরণসভা করবে না তোমার

শুধু

আমাকে ছুঁয়ে দেওয়ার অপরাধে

তোমার একটি হাত অক্ষত থেকে

পৃথিবীতে স্বপ্নের রুমাল ওড়াবে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close