আশিক সালাম

  ২৮ জুন, ২০১৯

নদী ডাকি জল ডাকি

ছায়াসঙ্গী ছিলি তুইÑ আজ পাশে নেই

নিয়তির পথ খোঁজে ধু-ধু অন্ধগলি

নিরিবিলি লতাগৃহে আমাকে রেখেই

অন্য ঘরে ঢেলে দিলি স্নেহের অঞ্জলি

সহসা সানাই বাজেÑ বিষণœ সোরাই

অতঃপর খুঁজে ফিরি মহুয়া-সিরাপ

‘যাও পাখি বোলো তারে’Ñ আকুতি ঝরাই

নদী ডাকি জল ডাকি তৃষ্ণার্ত জিরাফ

চন্দনের গন্ধসুখ করি শুধু ধ্যান

বিচ্ছেদের পরোয়ানা পেয়েছি বমাল

চারু হাতে বোনা তোর স্নিগ্ধ অভিজ্ঞান

‘ভুলো না আমায়’ লেখা সুগন্ধি রুমাল

অনেক পাতার ভিড়ে একটি গোলাপ

বিনুনিয়া যতেœ গাঁথা প্রীতি-উপহার

অন্ধ-নীল মেঘে-মেঘে নিঃসঙ্গ বিলাপ

স্মৃতিগন্ধ অফুরন্ত পকেটে আমার।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close