রনি রেজা

  ২১ জুন, ২০১৯

প্রেমে বসন্ত বারো মাস

বৃষ্টির সঙ্গে দ্বন্দ্ব আমার

বৃষ্টিরও বুঝি তাই

তুমিহীন নগরে

ঝরছে অঝোরে

তৃষ্ণা মেটানো দায়

এসো চুপি চুপি

হয়ে মেঘরানি

জলশাড়ি জড়িয়ে গায়

ভেজা চুলে জড়িও

সুগন্ধি বকুল

আলতা পরিও পায়

রিমঝিম তালে নাচব দুজনে

সমস্ত শহরজুড়ে

বৃষ্টির ফোঁটায় ফুটবে কদম

আর থেকো না দূরে

শোনো অভিমানী

তোমার কামুক আহ্বানে

জেগেছে শহর

জেগেছে প্রকৃতি

ভেঙেছে নীরবতা

তোমায় বেয়েই এ বুভুক্ষ নগরে

নামবে তুমুল উষ্ণতা

বোকা বৃষ্টি বুঝবে এবারÑ

প্রেমে বসন্ত বারো মাসই হয়।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close