মোহাম্মদ আলী

  ১৮ মে, ২০১৯

বাবার কত স্বপ্ন ছিল

শৈশবে স্বপ্ন ছিল

একটি নাটাই ঘুড়ি

ঘুড়ির সুতা কেটে গেলে

হাতে দিতাম তুড়ি।

কৈশোরে নাটাই ঘুড়ি

দুটোই পেলাম হাতে

ঘুড়ির নেশায় দিন কাটত

ঘুম হতো না রাতে।

বাবা আমায় শাসন করত

মা করত আদর,

এমনি করে দিনে দিনে

হয়ে গেলাম বাঁদর।

আজ আমি দিনমজুর তাই

কষ্টে করি রুজি

বাবার কত স্বপ্ন ছিল

এখন তাহা বুঝি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close