স্বপন শর্মা

  ১৮ মে, ২০১৯

মা

সাত রাজার ধন এক মায়ের মন, মূল্য বেশি কার?

সঠিকভাবে বলতে পাবে, মা বেঁচে নেই যার!

স্বর্গ সুখে, মায়ের বুকে হয় কি কোনো তুল্য?

এই জগতের সকল ধনে হয় না মায়ের মূল্য।

মা ডেকে তাই সুখ খুঁজে পাই, ভরে ওঠে বুক

সব বেদনা হয় যে মলিন দেখলে মায়ের মুখ।

মা যে আমার ত্রিভুবনে স্বর্গ সুখের আধার-

সেই তো বুঝে মায়ের অভাব মা বেঁচে নেই যার।

পাও কি খুঁজে স্বর্গ তুমি, সেই মাকে ছাড়া

মা নেই যার এই ভুবনে সে তো স্বর্গহারা।

মায়ের স্নেহের নেই তুলনা নিখাদ নিরেট সব

এ জগতে মা যে আমার আল্লাহ, হরি রব।

স্বর্গীয় সুখ মায়ের কোলে, খুঁজি না তাই স্বর্গ

তার চরণে জনম কাটুক জীবন হোক উৎসর্গ

মা মানে তো সুখের সাগর ভালোবাসার ঢেউ,

এমন আপন এই দুনিয়ায় তার মতো নেই কেউ।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close