লুফাইয়্যা শাম্মী

  ১০ মে, ২০১৯

ঝিঁঝি পোকা-২

মেঘের ভেতরে সহবাস শেষে উঠে যাও প্রিয়, ইতিহাস খুলে পড়ে নাও গায়। জন্মান্তরবাদ বৃষ্টি হয়ে হরিণ চোখে নেমে আসে, হরীতকী আর শিমুলের ডালে। ছোপ ছোপ কদমের গোছায় যেভাবে ইষ্টিকুটুম ডেকে উঠে সেভাবেই ভিড়েÑ প্রিয়, তোমার মুখ। ঝিঁঝি পোকা, নদী শুরু হয়ে শেষ হয়ে যায়, তোমার জন্ম আমাতে অমরত্বের গান, কলসের জলে কিংবা তেঁতুল পাতায়, শুয়ে আছো কফিনের ডালা খুলে মৃত্যুহীন দৃষ্টিতে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close