আশিক রেজা

  ১০ মে, ২০১৯

বাজান

তোমার যত জোর আমি ততদূরে উড়ি

তুমি বাবা নাটাই বলে আমি নীল ঘুড়ি।

তোমার হাওয়ায় আমি মিষ্টি মেশাই

স্বপ্ন দেখতে ভয় পাও, আমি তা পদতলে চাই

তোমার ছায়ার তলে সাপ নির্বিষ, নির্ভয়ে কুস্তি লড়ে যাই

ধুলো ঝেড়ে দেবে তুমি সতেজ কৃপাণ ভয়-ডর অযথাই

ভুল হোক! পাপে ভয় নাই, সাঝে নৌকা কূলে ভেড়াবো

জগতের পিতা হে, কোন কামের তীর আমি না জেনে যাবো?

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close