নূর কামরুন নাহার

  ১০ মে, ২০১৯

পাথর প্রেম বুঝে না

হৃদয়ের ব্যবসা ছেড়ে পাথরের ব্যবসা ধরেছো

প্রত্যুষে শপথ ছিল শব্দের কারিগর হবার

ইচ্ছেরা রুপান্তরিত কঠিন শিলায়।

বাণিজ্য বেসাতিতে লক্ষ্মী,

লাভের খেরোখাতা শূন্য সঞ্চয়।

পাথর প্রেম বুঝে না।

হৃদয় ভেঙে গেলে প্রেম ক্ষয়ে যায়।

পাথর ভেঙে ভেঙে প্রেমের সমাধি গড়া যায়।

পাথর বেদনা বোঝে না।

মানচিত্র চেনে না, সভ্যতার দহন চেনে

বেদনার রক্ত, নখরের চিহ্ন, কালো মখমল

থেমে আছে প্রাসাদের পাথরে পাথরে

গোপন কান্নারা বিলাপ জমায় ঘন অন্ধকারে

ইতিহাস, আখ্যান জীবন্ত রক্ত হয়ে ফোটে

শ্যাওলা পরা শিলায়,

শৌর্য বীর্যের নিচে চাপা পড়ে গোলাপ কুড়ি।

পাথর প্রেম বুঝে না, বেদনা বুঝে না

পাথরে প্রাণ নেই, প্রায়চিত্ত আছে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close