সৈয়দ আহসান কবীর

  ১৫ মার্চ, ২০১৯

কবি ও কবিতার প্রতি

কবিকে সহ্য করার সাহস

রমণীর ধমনিতে নেই,

নেই কোনো পুরুষ-মনে।

সিলিকন-ত্বকে গড়া রোবটের আছে

আর আছে দেবলোকে দেবীদের কারো;

যারা নৈসর্গিক, তারা অনুভূতিহীন বলে

কবিকে সহ্য করার সাহস রাখে!

মানুষ! সে তো যুক্তির পুরিয়ায় ভরে গড়ে ওঠা

আগুনের তোপ, ফানুসের রঙছোপ, তর্কবাগিশ;

এরা কবিতা খোঁজে, কবিকে বোঝে না!

শরীর-নিউরনে ডেন্ড্রাইড-এক্সনে সেঁটে থাকা

অনুভব-সফটওয়্যার বিকল বলে

এরা কবিকে ভালোবাসতে জানে না।

কবিকে সহ্য করার মতো সাহস

রমণী বা পুরুষের নেই!

এরা কবিতা খোঁজে, কবিকে বোঝে না!

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close