ইলিয়াস মান্নান

  ১৫ মার্চ, ২০১৯

কবিতা লেখার অপেক্ষায়

কবিতা লিখতে

আমার খুব ইচ্ছে হয়

ভয়ে এগোতে পারি না। যদি কোথাও ভুল হয়...

কবিতা অনেকটা আবেগ ও বিশ্বাসের বহিঃপ্রকাশ।

বাড়ির আঙিনায় উড়ে যাওয়া মুক্তবিহঙ্গ

বর্ষায় ফসলি জমির ওপর পালতোলা নৌকা

জোছনা রাতের স্নিগ্ধতা।

কবিতা একটি সমাজকে বদলে দিতে পারে

কবিতা দেশে উন্নয়ন গণতন্ত্রের আবেশ ছড়ায়

কবিতা সাহসী মানুষের দৃঢ় পদক্ষেপ

কবিতা নিরন্ন মানুষের অব্যক্ত পঙুতিমালা।

ভালোবাসায় সিক্ত অপলক দৃষ্টি

বহতা নদীর নিরন্তর পথচলা

আপন মানুষগুলোর উষ্ণ আলিঙ্গন।

সন্তান হারানো মায়ের অশ্রু মানেই কবিতা।

একটি কবিতা লিখতে চাই কখন,

কী নিয়ে লিখব ভাবছি

তবে কবিতা আমি লিখবই

অপেক্ষায় প্রহর গুনছি...

কোনো এক সন্ধ্যায়, নয়তো সোনালি সকালে।

হয়তোবা রাতে ঘুমানোর আগে

সাহসিকতার সুবাতাসে আচ্ছাদিত হয়ে লেখা হবে

আমার অনেক দিনের স্বপ্নে লালিত একটি কবিতা।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close