ঝুলন্ত আকাশ প্রফুল্ল জলছাদ হবে

  ০৮ মার্চ, ২০১৯

রাহমান ওয়াহিদ

খুব একা লাগেÑ যখন

নষ্টামি আর জ্যোতির্ময় উচ্চারণগুলো

বিনম্র সংগীতের বিবাগী স্বরলিপি হয়ে ওঠে।

খুব অবাক লাগেÑ যখন

পতিত শস্যদানার সাথে পলিজ মৃত্তিকাকে

বেমালুম গুলিয়ে ফ্যালো দুর্বোধ্য রসায়নে।

খুব বিষণ্ন লাগেÑ যখন

নষ্ট ভ্রণের জিহ্বায় নবজাতকের অবিমিশ্র চিৎকার শোন।

অথচ খুব আমোদ হতোÑ যদি বলতে

আসন্ন বর্ষায় আমরা শ্রাবণ প্রসবিত ভিজে গন্ধ হব।

খুব প্রসন্ন হওয়া যেতÑ যদি বলতে

এই অখন্ড একাকিত্ব এক দিন শতমুখ জনারণ্য হবে।

সুখ নিদ্রায়ও ডুবে যাওয়া যেতÑ যদি বলতে

এই ঝুলন্ত আকাশও প্রফুল্ল জলছাদ হবে

দুর্বৃত্ত মেঘেদের ধারালো নখরেও।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close